সময়ঃ -

Jun 16, 2012

এবার আপনার লেখা পড়ে শোনাবে আপনার কম্পিউটার!

আজকে আমি আপনাদের সাথে ছোট্ট কিন্তু বেশ মজার একটা  টপিক নিয়ে আলোচনা করবো। শুধুমাত্র নোটপ্যাডে সামান্য কিছু কোড লিখে আমরা রিতিমতো একটা সফ্যটওয়ার তৈরি করে ফেলবো!!! তো চলুন এই মহামারি কান্ডটা শুরু করা যাক...

>> প্রথমে আপনার কম্পিউটারের Run -এ যান, এজন্য কীবোর্ডের Windows key + R একসাথে চাপুন। এবার notepad” লিখে  ok চাপুন। অথবা আপনি ডেস্কটপ কিংবা যে কোন ড্রাইভের ভিতর মাউসের রাইট বাটন ক্লিক করে  New থেকে Text Document সিলেক্ট করে নিতে পারেন। তারপর তৈরি করা টেক্স ডকুমেন্টটি ডাবল ক্লিক করে ওপেন করে নিতে পারেন।
>> এবার নিচের কোডটুকু কপি করে নোটপ্যাডে পেস্ট করে দিন।
Code:
Dim msg, sapi
msg=InputBox ("Karukaj™","Text-To-Audio Converter")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg

>> File থেকে Save As...  এ গিয়ে  "Notepad.vbs" বা যেকোন একটা নামের শেষে .vbs এক্সটেনশনটি যুক্ত করে দিলেই হবে।
>> এবার তৈরি করা ফাইলটি ওপেন করলে যে ডায়লগ বক্সটি আসবে তাতে আপনি যা শুনতে চান তা টাইপ করে OK চাপুন আর মজা দেখুন। :D


ধন্যবাদ সবাইকে!
 
Return to top of page Copyright © 2010 | Platinum Templates Converted into Blogger Template by SEO Templates